খেলা নেই, ফিটনেসের কাজে ব্যস্ত ক্রিকেটাররা
করোনা ভাইরাস সতর্কতায় সরকারের নির্দেশনায় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরের আরও কয়েক রাউন্ডের খেলাও স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে, এখন শুধু ঘোষণা দেওয়ার বাকি। অর্থাৎ আগামী বেশ কয়েকদিন খেলার বাইরে থাকতে হবে ক্রিকেটারদের।
খেলা না থাকলেও ক্রিকেটাররা অবশ্য বসে নেই। ফিটনেস নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। বুধবার মিরপুরের একাডেমি মাঠে ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেল বেশ কয়েকজন ক্রিকেটারকে।
এদিন একাডেমি মাঠে রানিং করেছেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, স্পিনার তাইজুল ইসলামরা। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও বিশ্বজয়ী যুব দলের ক্রিকেটার শামীম হোসাইন ফিটনেসের অন্য বিষয় নিয়ে কাজ করেছেন।
ক্রিকেটাররা মূলত বিসিবির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। কতদিনের জন্য খেলা স্থগিত থাকবে, সেটা জানার পর পরিকল্পনা করবেন তারা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মোহাম্মদ মিঠুন বলেন, 'এখন তো ওইভাবে সিদ্ধান্ত হয়নি যে কতদিনের জন্য বন্ধ থাকবে। ওটা জানতে পারলে পরিকল্পনা করা যেতো।'
খেলা না থাকায় ফিটনেস নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার বলেন, 'আমার মনে হয় রানিং নিয়ে করা উচিত। বাড়িতে গেলে ওইভাবে মানুষজন পাওয়া যাবে না। কিছু করতে গেলে তো চার-পাঁচজন লাগবে। বোলিং করতে গেলেও কাউকে লাগবে। চেষ্টা করব রানিং, ফিটনেসের ব্যাপারগুলো নিয়ে কাজ করার।'
করোনা ভাইরাস আতঙ্কে তটস্থ পুরো বিশ্ব। দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যর হারও। শুরুতে না থাকলেও গত কয়েকদিনে বাংলাদেশে বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বুধবার একজনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় সব জায়গার মতো স্থবিররা নেমে এসেছে খেলার মাঠেও।
করোনা সতর্কতায় গত সোমবার দেশের সব খেলাধুলা স্থগিত ঘোষণা করে সরকার। এমনকি আন্তর্জাতিক ইভেন্ট থাকলেও সেটা এপ্রিলের পর আয়োজন করার অনুরোধ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
একে এক সব খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ায় এক ম্যাচ খেলে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) স্থগিত করা হয়েছে। শেষ পর্যায়ে থাকা পাকিস্তান সুপার লিগও (পিএসএল) শেষ করা যায়নি করোনা আতঙ্কে।
ফুটবল মাঠেও একই অবস্থা। করোনা ভাইরাস আতঙ্কে ফুটবল বিশ্বের প্রায় সব লিগই স্থগিত হয়ে গেছে। গত সপ্তাহে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ স্থগিত ঘোষণা করা হয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের খেলাও স্থগিত রাখা হয়েছে। এর সঙ্গে সর্বশেষ সংযোজন হয়েছে ২০২০ ইউরো ও কোপা আমেরিকা। আগামী বছর আয়োজন করা হবে এই দুটি টুর্নামেন্ট।