আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মরগান
জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট; কোথাও ভালো সময় যাচ্ছিল না ইয়ন মরগানের। দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এ সময়ই নিজের শেষটা হয়তো দেখে ফেলেছিলেন মরগান। তাই আর দেরি করলেন না, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইংলিশ এই ক্রিকেটার।
মরগানের অবসরের ঘোঘণা প্রত্যাশিতই ছিল, আগের দিনই বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়। পরের দিনই (মঙ্গলবার) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেট খেলে যাবেন তিনি।
আগামী গ্রীস্মে দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের অধিনায়কত্বে দেখা যাবে মরগানকে। এ ছাড়া ধারাভাষ্যে নিয়মিত হবেন দীর্ঘ ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান। স্কাই স্পোর্টসের ধারাভাষ্য দলের হয়ে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সীমিত ওভারের সিরিজে ধারাভাষ্য দেবেন তিনি।
অবসরের ঘোষণায় মরগান বলেছেন, 'সতর্কতার সঙ্গে সবকিছু নিয়ে চিন্তা ও বিবেচনা করার পর তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি আমি। এটা নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের আনন্দদায়ক ও সফলতম অধ্যায় ছিল, তাই এমন সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। কিন্তু নিজের জন্য এবং ইংল্যান্ড দলের কথা বিবেচনায় এটাকেই সঠিক সময় মনে হয়েছে আমার কাছে।
আয়ারল্যান্ডের হয়ে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মরগানের। আইরিশদের হয়ে ২৪টি ওয়ানডে খেলার পর ২০০৯ সালে ইংল্যান্ড দলে নাম লেখান মরগান। ইংলিশদের হয়ে ২২৪টি ওয়ানডে খেলেছেন তিনি। সব মিলিয়ে ২৪৮ ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরি ও ৪৭টি হাফ সেঞ্চুরিসহ ৩৯.২৯ গড়ে ৭ হাজার ৭০১ রান করেছেন মরগান।
২০১৫ সালে ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া মরগান ইংল্যান্ডকে ১২৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন ৭২ ম্যাচে। তার নেতৃত্ব ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড, যা তাদের ইতিহাসের প্রথম কোনো বৈশ্বিক শিরোপা ছিল। দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারের পাশপাশি ১৬টি টেস্ট ও ১১৫টি টি-টোয়েন্টি খেলেছেন মরগান।