ম্যাচ পরিত্যক্ত হলো বাংলাদেশ-আয়ারল্যান্ডের, কপাল খুললো দক্ষিণ আফ্রিকার

একটি করে বৃষ্টির ফোটা পড়ছিল, আর তা যেন কাটা হয়ে বিধছিলো আয়ারল্যান্ডের ক্রিকেটারদের গায়ে। বৃষ্টিতে যে ধুয়ে-মুছে যাচ্ছিল তাদের স্বপ্ন! শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো, আর তাতে সুখবর পেল দক্ষিণ আফ্রিকা।