শিয়া সংখ্যাগরিষ্ঠ হয়েও ইরান-আজারবাইজানে কেন এত রেষারেষি?

ঐতিহাসিকভাবে এই দুটি দেশ প্রায় একই ঐতিহ্যের ধারণ করে। এমনকি ১৯ শতকের গোড়ার দিকে তথা রুশ-পারস্য যুদ্ধের আগ পর্যন্ত আজারবাইজান ইরানেরই অংশ ছিলো পরে যা রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।