ওপেনএআইয়ের ভিডিও জেনারেটর সোরা-কে টক্কর দিতে ভিও আনল গুগল

গত ফেব্রুয়ারি মাসে ওপেন এআই নিজেদের ভিডিও জেনারেটিভ প্ল্যাটফর্ম ‘সোরা’ বাজারে আনে। এতে এক মিনিটের কম সময়ের ভিডিও তৈরি করা যায়। কিন্তু গুগলের ভিও-তে এক মিনিটের বেশি সময়েরও ভিডিও তৈরি করা যায়।