ওপেনএআইয়ের ভিডিও জেনারেটর সোরা-কে টক্কর দিতে ভিও আনল গুগল
এবার ওপেনএআইয়ের সাথে ভিন্ন দিক থেকে পাল্লা দিতে যাচ্ছে গুগল। তার অংশ হিসেবে এআই চালিত ভিডিও জেনারেটর 'ভিও' বাজারে এনেছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
টেক্সট টু ভিডিও জেনারেটরটি উন্নতমানের ভিডিও তৈরি করতে পারে। সেক্ষেত্রে এআই টুলটিকে শুধু সঠিকভাবে টেক্স, ইমেজ ও ভিডিও প্রম্পট দিতে হবে।
গত মঙ্গলবার গুগলের পক্ষ থেকে ভিও বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। একইসাথে তারা এআই জেনারেটরটি দ্বারা বানানো চিত্তাকর্ষক কিছু ক্লিপ দেখায়।
এক্ষেত্রে এআই নির্মিত একটি ভিডিওতে দেখা যায়, একটি হাতি সাভানার মধ্য দিয়ে দৌড়াচ্ছে। আরেকটি ক্লিপে দেখা যায়, একজন ব্যক্তির মুখ ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এবং পরক্ষণে সেটি অদৃশ্য হয়ে যাচ্ছে।
ভিও টোন ক্যাপচার করতে পারে ও রিয়েল ফিজিক্সকে অনেকটা অনুকরণ করতে পারে। গুগলের মতে, এটি সিনেমাতে মেনে চলা 'টাইমল্যাপস' এর মতো বিষয়গুলিকেও অনুসরণ করতে পারে।
গুগলের পক্ষ থেকে আর্টিস্টদের ভিও যাচাইবাছাই করার জন্য আমন্ত্রণ জানানো হয়। এই বিষয়ে গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট এলি কলিন্স ও সিনিয়র রিসার্চ ডিরেক্টর ডগ ইক এক ব্লগ পোস্টে করেছেন।
সেখানে তারা বলেন, "গত এক বছরে আমরা আমাদের জেনারেটিভ মিডিয়া প্রযুক্তির গুণমান বৃদ্ধির ক্ষেত্রে অবিশ্বাস্য অগ্রগতি লাভ করেছি। আমরা ক্রিয়েটিভ কমিউনিটির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি যে কীভাবে জেনারেটিভ এআইকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়। একইসাথে আমাদের এআই টুলগুলো প্রতিটি পর্যায়ে যথাসম্ভব কার্যকরভাবে নিশ্চিত করতেও কাজ করা হচ্ছে।"
চলচ্চিত্র নির্মাতা টাইলার পেরি প্রযুক্তিটিকে অবশ্য হুমকি হিসেবে দেখছেন। আর পরিচালক টিম বার্টন বলেছেন যে, এআইয়ের অনুকরণে তৈরিকৃত কাজে 'মানবতা' ও আত্মিক বিষয়গুলোর অভাব রয়েছে। অন্যদিকে ভিও প্রাথমিকভাবে ট্রায়াল দেওয়া অনেকে মনে করেন, টুলটি তাদের সৃজনশীল দক্ষতাকে বাড়িয়ে তুলবে।
খুব শীঘ্রই ভিও ভিডিওএফএক্স ও গুগলের রেকর্ডার অ্যাপে পাওয়া যাবে। একইসাথে এই সম্পর্কিত ফিচার ইউটিউব শর্টস ও গুগলের অন্যান্য প্রোডাক্টেও দেখা যাবে।
তবে এআই জেনারেটেড ভিডিওগুলিকে অন্য ভিডিও থেকে আলাদা করার উপায় রাখা হবে। এক্ষেত্রে গুগল নিজেদের একটি অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক তৈরি করবে।
এদিকে গত ফেব্রুয়ারি মাসে ওপেন এআই নিজেদের ভিডিও জেনারেটিভ প্ল্যাটফর্ম 'সোরা' বাজারে আনে। এতে এক মিনিটের কম সময়ের ভিডিও তৈরি করা যায়। কিন্তু গুগলের ভিও-তে এক মিনিটের বেশি সময়েরও ভিডিও তৈরি করা যায়।
অনুবাদ: মোঃ রাফিজ খান