হ্যান্ডমেড সিরামিকের ভুবন 'ক্লে ইমেজ': হাতের ছোঁয়ায় যেখানে প্রাণবন্ত হয়ে ওঠে প্লেট, বাসন! 

দেশি মাটি দিয়ে তৈরি সিরামিক পণ্য, তার ওপর আবার হাতে আঁকা। একদম ভিন্নধরনের উপস্থাপনার কারণে আলাদা কোনো চাকচিক্য না থাকার পরও মেলার প্রথমদিনেই রেহানার সব পণ্য বিক্রি হয়ে যায়।