নিয়ান্ডারথালস নয়, নতুন সন্ধান পাওয়া 'ড্রাগন মানব' হতে পারে আধুনিক মানুষের নিকটাত্মীয়

গবেষকরা হোমিনিন গোত্রের নতুন এই সদস্যের বৈজ্ঞানিক নাম দিয়েছেন হোমো লঙ্গি। চীনের হেইলুংচিয়ান প্রদেশে খুলিটি খুঁজে পাওয়ায় সে অনুসারে এই নামকরণ করা হয়েছে।