একটি মাছ ৮ লাখ টাকায় বিক্রি করেছেন যিনি, সেই ‘পোপা গনি’র চিন-পরিচয়

একটি পোপা মাছ বেচে তিনি পেয়েছিলেন ৮ লক্ষ টাকা। আরেকটি বিক্রি হয়েছিল ৫ লাখ টাকায়। পরপর ৫টি পোপা মাছ পেয়ে তার ভাগ্যের চাকা ঘুরেছে। বসতঘরের উন্নতি হয়েছে। এখন তার ২টি ট্রলার। সাতজন করে একেকটি ট্রলারে...