৫০০ মাইল হেঁটে কপ-২৬ সম্মেলনে পৌঁছানো পরিব্রাজক দলের গল্প
শুনতে বেশ রোমাঞ্চকর মনে হলেও, দীর্ঘ আট সপ্তাহ পথে পথে কাটানো খুব সহজ ছিলনা ক্যামিনোর সদস্যদের জন্য। হাঁটতে হাঁটতে পায়ে ফোস্কা পড়া, হাঁটু ব্যথা, গোড়ালির ব্যথাসহ নানা শারীরিক সমস্যায় ভুগেছেন তারা।