হাকালুকি হাওরে বালিহাঁস দিয়ে পিকনিক, বনবিভাগের মামলা দায়ের

অভিযোগটিকে মামলা হিসেবে রেকর্ড করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার । তিনি জানান, ‘বনবিভাগ লিখিত অভিযোগ দিয়েছে, এটি এখন মামলা হিসেবে রেকর্ড হবে’।