পূজোর মৌসুমেও মিলছে না কাজ, সংকটে প্রতিমাশিল্পীরা

করোনাসঙ্কটের কারণে এবারের ব্যবসাবাণিজ্যে ধস নেমেছে। মানুষজনও অর্থসঙ্কটে। পূজাও পালন করতে হবে নানা বিধিনিষেধ মেনে। ফলে অনেকেই কাটছাট করেছেন পূজার বাজেটে। প্রতিমা নির্মাণেও পড়েছে তার প্রভাব।