‘ফকিন্নি বাজার’: সাধ্যের মধ্যে সাধের সদাই

এ বাজারে ১০ টাকায় কেনা যাবে ডাল, জিরা, সরিষা, ধনেগুঁড়া, মরিচগুঁড়া, হলুদগুঁড়া, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচসহ অন্যান্য মসলা। কেউ যদি ছটাকে তেল কিনতে চান, বিক্রি হয় সেভাবেও। কেনা যায় আধাকেজি চালও।