বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের আগে কেন উধাও হয়েছিলেন মরক্কোর গোলকিপার বোনো?

সেভিলের এই শটস্টপার ম্যাচের আগে ওয়ার্ম আপে স্বাভাবিকভাবেই অংশ নেন। তারপর ফিরেও যান ড্রেসিং রুমে। ম্যাচের আগে তাকে টানেলেও দেখা যায়। এমনকী মাঠে এসে দলের সাথে জাতীয় সঙ্গীতও গান। এপর্যন্ত সব ঠিকই ছিল।