ভাইকিংস ছেড়ে দিলেন তন্ময়

জনপ্রিয় রক ব্যান্ড 'ভাইকিংস'-এর প্রতিষ্ঠাতা ভোকাল তন্ময় তানসেন ২৩ বছরের পথচলার ইতি টেনেছেন। ব্যান্ডের সদস্যদের সঙ্গে মতের অমিলের কারণেই সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।