ভাইকিংস ছেড়ে দিলেন তন্ময়
জনপ্রিয় রক ব্যান্ড 'ভাইকিংস'-এর প্রতিষ্ঠাতা ভোকাল তন্ময় তানসেন ২৩ বছরের পথচলার ইতি টেনেছেন। ব্যান্ডটি ছেড়ে দিয়েছেন তিনি। এ তথ্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন দেশের তুমুল জনপ্রিয় রকস্টার তন্ময় নিজেই।
ব্যান্ডের সদস্যদের সঙ্গে মতের অমিলের কারণেই সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।
তন্ময় বলেন, একটা ব্যান্ডে সবার ভাবনা এক রকম হয় না। কেউ কেউ ভাবেন, ভাইকিংস ইতোমধ্যেই অনেক দূর পৌঁছে গেছে। আর আমি ভাবি, এখনো স্ট্রাগল শেষ হয়নি। এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি।
মতের অমিল ইঙ্গিত করে তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে ভাইকিংসের যাত্রা শুরু করার পর গত ছয় বছরে অনেক খেটেছি। অনেক পরিকল্পনা, অনেক প্রচেষ্টা চালিয়েছি। এ পর্যায়ে এসে আমি যথেষ্ট ক্লান্ত অনুভব করছি। মনে হয়েছে, আমার সরে যাওয়াই উচিত।
এদিকে ভাইকিংস-এর অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে আজ মঙ্গলবার তন্ময়ের ব্যান্ড ছাড়ার তথ্য জানানো হয়। পোস্টটিতে লেখা হয়, দুঃখভারাক্রান্ত মন নিয়ে আপনাদের জানাচ্ছি, ভাইকিংসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকাল তন্ময়কে নিজের ক্যারিয়ারে মন দেওয়ার জন্য, আমাদের (ব্যান্ড ছেড়ে) চলে যেতে দিতেই হলো। আমাদের একসঙ্গের ২৩ বছরের দীর্ঘ যাত্রাটি দারুণ ছিল। তার নতুন পথের জন্য রইল শুভ কামনা।
অবশ্য এই পোস্টের সঙ্গে দ্বিমত জানিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তন্ময় বলেছেন, নিজের ক্যারিয়ারে ফোকাস করার তথ্যটি ভুল। একক ক্যারিয়ার গড়তে চাইলে তিনি আগেই গড়তেন, বরং তিনি বরাবরের মতো ব্যান্ডের মানুষই রয়ে যাবেন। এমনকি মাঝখানে চলচ্চিত্র নির্মাণে জড়ালেও, আর কোনো সিনেমা বানাবেন না; শুধু গান নিয়েই থাকবেন।
সহসা না হলেও, খানিক বিশ্রাম নিয়ে নতুন ব্যান্ড গড়ে তোলার কথাও ভাববেন বলে জানিয়েছেন তন্ময়।
বলে রাখা ভালো, ১৯৯৭ সালে গঠন হয়ে ১৯৯৯ সালেই একটি প্রতিযোগিতায় সেরা ব্যান্ড হয় ভাইকিংস। তারপর দিন দিন জনপ্রিয়তা বাড়তে থাকে। এরই মধ্যে হুট করে ব্যান্ডটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১০ বছর পর, ২০১৩ সালে আবার ফিরে আসে ভাইকিংস।
সর্বশেষ:
অভিমান ভুলে ভাইকিংসেই থাকছেন তন্ময়। মঙ্গলবার রাতে ব্যান্ডের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। অন্যদিকে, ফেসবুক থেকে আগের পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে।