স্থাপনের দু’ঘন্টা না পেরোতেই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের মূর্তিকে ডিম নিক্ষেপ  

থ্যাচারের শৈশব কাটে গ্রান্টহাম শহরে। সেখানে তার একটি মূর্তি স্থাপনের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু, তা করলে মহাময়ী থ্যাচার ‘ডিম খাবেন’ মানে ডিম বর্ষণের শিকার হবেন এমন হুঁশিয়ারিও দেন অনেকে।