ভ্যাম্পায়ার কোত্থেকে এসেছে? রক্তের ব্যাধির সঙ্গে জড়িয়ে আছে এর জন্মকথা!

একটা রোগ; রক্তের একপ্রকার ডিসঅর্ডার। তার সঙ্গে জড়িত উপসর্গ? সূর্যের আলোর প্রতি সংবেদনশীলতা, ‘শ্বদন্ত’, রক্তপান, রসুনে অপ্রবৃত্তি, ক্রুসিফিক্সে ভয় — সবই মিলে যায় ভ্যাম্পায়ারের ফোকলোরের সঙ্গে।