সতীদাহ নিবারণের আবেদন জানিয়ে বেন্টিঙ্ককে লেখা রামমোহনের সেই খসড়া চিঠি
ভারত তথা সারা বিশ্বে যে কটা চিঠি ইতিহাস হয়ে রয়েছে, তার একেবারে প্রথম সারিতে থাকবে লর্ড বেন্টিঙ্ককে লেখা রামমোহনসহ বাকিদের সেই চিঠি। বিষয় সতীদাহ নিবারণ। শোনা যায়, ড্রাফট নাকি করেছিলেন স্বয়ং রামমোহন...