গার্মেন্ট খোলা, গণপরিবহন বন্ধ: সাইকেল চালিয়ে জামালপুর থেকে ঢাকায় ফিরলেন শ্রমিক দেলোয়ার
দেলোয়ার জানান, লকডাউনের মধ্যে অন্য অনেকের মতো বেশি ভাড়া দিয়ে প্রাইভেট কার কিংবা অটোরিকশায় চেপে ঢাকায় ফেরার মতো অর্থিক সামর্থ্য তার নেই। তাই বাইসাইকেলে চেপেই ভোর ৬টায় জামালপুর থেকে রওনা দিয়েছেন তিনি।