বদলি রাজিথায় হঠাৎ এলোমেলো বাংলাদেশ, থামলেন লিটন-তামিম

একাদশেই ছিলেন না কাসুন রাজিথা, ম্যাচ শুরু হয়ে যাওয়ায় খেলার আশাও ছিল না তার। কিন্তু তৃতীয় দিনে পড়লো ডাক, বদলি হয়ে নামলেন মাঠে। আর বদলি হিসেবে মাঠেই নেমে শাসন করে যাচ্ছেন লঙ্কান এই পেসার।