সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন মালিঙ্গা
টেস্ট এবং ওয়ানডেতে থেকে আগেই অবসর নিয়েছেন লাসিথ মালিঙ্গা। ২০১১ সালে টেস্ট থেকে, ২০১৯ সালে ওয়ানডে থেকে অবসর নেওয়া লঙ্কান কিংবদন্তি এই পেসার এবার টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিলেন। এই ফরম্যাটে বিদায়ের মধ্য দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন মালিঙ্গা। এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছেন তিনি। মালিঙ্গা তার অবসরের ঘোষণায় বলেছেন, 'গত ১৭ বছর ধরে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা আর মাঠে প্রয়োজন হবে না। কারণ আমি ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেওয়ার জন্য টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি।'
অবসরের ঘোষণায় মালিঙ্গা টুইটে লিখেছেন, 'টি-টোয়েন্টির জুতোজোড়া তুলে রাখছি এবং সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমার জুতোজোড়া বিশ্রাম নেবে। কিন্তু ক্রিকেটের প্রতি আমার যে ভালোবাসা, সেটা কখনও বিশ্রাম নেবে না। দীর্ঘ সফরে যারা আমাকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আগামীতে তরুণ ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিতে মুখিয়ে আছি।'
বিদায় বেলায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কা দলকে শুভ কামনা জানিয়েছেন মালিঙ্গা। ডানহাতি এই পেসার লিখেছেন, 'আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের জন্য আমার শুভকামনা। ছেলেরা, ভালোবাসা ও ভালো করার প্রত্যয় নিয়ে খেলে শ্রীলঙ্কার জন্য আবারও গৌরব বয়ে আনো।'
২০০৪ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে শ্রীলঙ্কা দলে অভিষেক হয় মালিঙ্গার। এরপর জাতীয় দলের হয়ে ৩০ টেস্ট, ২২৬ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আন্তর্জাতিক তিন ফরম্যাট মিলিয়ে মালিঙ্গার উইকেট ৫৪৬টি। টেস্টে তার উইকেট ১০১টি, যা শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ এবং পেসারদের মধ্যে তৃতীয়।
ওয়ানডেতে মালিঙ্গার উইকেট ৩৩৮টি, যা শ্রীলঙ্কার বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ এবং পেসারদের মধ্যে দ্বিতীয়। টি-টোয়েন্টিতে কেবল শ্রীলঙ্কারই নন, পুরো বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ১০৭ উইকেট নিয়ে দীর্ঘদিন রেকর্ডটি ধরে রেখেছেন লঙ্কান তারকা এই পেসার। ৮৮ ম্যাচে ১০৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি ক্রিকেটে মালিঙ্গার প্রতাপই ছিল আলাদা। জাতীয় দল থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট; সবখানে রাজত্ব করেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির একমাত্র বোলার হিসেবে দুটি হ্যাটট্রিকের মালিক লঙ্কান এই পেসার। এই ফরম্যাটে চার বলে চারটি উইকেট নেওয়ার কীর্তিও আছে তার।
অবশ্য কেবল টি-টোয়েন্টিতে নয়, হ্যাটট্রিকেই তিনি অনন্য। ওয়ানডেতে তিনটি হ্যাটট্রিকের মালিক মালিঙ্গা, এর মধ্যে দুটি বিশ্বকাপে। ওয়ানডেতেও টানা চার বলে চার উইকেট নেওয়ার কীর্তি আছে তার, এই রেকর্ডের মালিক কেবল তিনিই। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি পাঁচটি (দুই ফরম্যাট মিলিয়ে) হ্যাটট্রিকের মালিক তিনি। বিশ্বকাপেও তার সমান দুই হ্যাটট্রিক নেই আর কারও।