ঈদে প্রত্যাশিত যাত্রী নেই লঞ্চে

পদ্মা সেতু চালুর পর থেকেই লঞ্চে যাত্রী কমে যায়। তারপরও সড়কে নানান ভোগান্তি ও যানজটের কারণে ঈদে মোটামুটি যাত্রীর দেখা পাচ্ছিল দক্ষিণাঞ্চলে চলাচলকারী নদী পথের যানগুলো। গত বছর ঈদেও এই ধারা অব্যাহত ছিল...