ক্ষমা করে দেবেন শর্মিলী আপা আমাদের ব্যর্থতার জন্যে!

আজ মনে হচ্ছে বেঁচে থাকতে গুণী শিল্পীদের আমরা মর্যাদা দিতে পারিনি। এঁরা এমন একটি প্রজন্মের শিল্পী যারা শুধু শিল্পকে সাধনার বিষয় হিসেবে গণ্য করেননি। শিল্প তাঁদের জীবন থেকে আলাদা কিছু ছিল না।