কারাবাখে আজারবাইজানের জয়, মস্কোর মধ্যস্ততায় শান্তিচুক্তি স্বাক্ষরিত
চুক্তির মাধ্যমে আর্মেনিয় সমর্থিত কারাবাখের আঞ্চলিক সরকার ১৯৯৪ সালের যুদ্ধে দখল করা আজারবাইজানি ভূখণ্ডের নিয়ন্ত্রণ ত্যাগ করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য অঞ্চল থেকেও সরে যাবে আর্মেনিয় বাহিনী।