খান অ্যাকাডেমি ও সাড়ে তেরো কোটি শিক্ষার্থীর একজন গণিত-গুরুর গল্প

একদিন এক কনফারেন্সে বিল গেটস জানালেন, তিনি তার সন্তানদের অঙ্ক শেখানোর জন্য খান অ্যাকাডেমির ভিডিও ব্যবহার করেন। তারপরই খানের পাঠগুলো ভাইরাল হয় ইন্টারনেটে।