যারা নায়ক-নায়িকাদের ঘর-বাড়ি বানান, তারা কারা?

‘আম্মাজান’ ছবির সেটের কথা মনে পড়লে সিরাজুল এখনও আনন্দ অনুভব করেন। ছবির মাজারের সেটটি এতটাই বাস্তবধর্মী ছিল যে, নায়ক মান্না জুতা নিয়ে ঢুকতে ইতস্তত বোধ করেছিলেন। শেষতক জুতা খুলেই ঢুকেছিলেন।