দিল্লিতে ব্রিজের নিচে আটকে গেছে এয়ার ইন্ডিয়ার বিমান!
ভারতের রাজধানী দিল্লিতে ফুট ওভারব্রিজের নিচে আটকা পড়ছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিমানটি ভাঙারি হিসেবে বিক্রি করে দেওয়া হয় বলে জানা গেছে। রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার পথে ব্রিজের নিচে তা আটকা পড়ে।
ভিডিওতে দেখা যায় আটকা পড়া বিমানটির পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। বিমানের পাখা দুটি সম্ভবত অপসারণ করা হয়েছে।
টুইটারে ভিডিওটি শেয়ার করে একজন সাংবাদিক লিখেন, এয়ার ইন্ডিয়া জানিয়েছে বিমানটির সঙ্গে এখন আর তাদের কোনো সম্পর্ক নেই।
"এটি এয়ার ইন্ডিয়ার বিক্রি করে দেওয়া একটি ভাঙারি বিমান। গত রাতে বিমানটিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কোনো পরিস্থিতিতেই এখন আর বিমানের এই অবশিষ্টাংশের সঙ্গে এয়ার ইন্ডিয়ার সম্পর্ক নেই," বলেন তিনি।
এদিকে, দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ দ্য টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, "বিমানটি নিশ্চিতভাবেই দিল্লি এয়ারপোর্টের কোনো বিমান নয়। পরিবহনকালে ড্রাইভারের ভুলে হয়তো বিমানটি আটকা পড়েছে।"
ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই জানান যে বেশ কয়েকদিন ধরেই বিমানটি ব্রিজের নিচে আটকা পড়ে আছে।
বিমান পরিবহনের আগে রাস্তা ভালোমতো দেখে নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন অনেকে।
এর আগে, ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের পশ্চিমবঙ্গেও এয়ার ইন্ডিয়ার একটি বিমান ব্রিজের নিচে আটকা পড়ে।
বিমান বিক্রির আগে এয়ার ইন্ডিয়ার অন্তত নিজেদের লোগো অপসারণ করার শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন অনেকে।
- সূত্র: বিবিসি