রূপালী ব্যাংকের এমডির দায়িত্ব নিলেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিলেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ব্যাংকটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে সোনালী ব্যাংকের একই পদে তিন বছর দায়িত্ব পালন করেন তিনি।
তার আগে কর্মসংস্থান ব্যাংকের এমডি ও অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেন ওবায়েদ উল্লাহ।
১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করা ওবায়েদ উল্লাহ আল মাসুদ ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (অনার্স) এবং ১৯৮৮ সালে আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রী লাভ করেন। এর আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধা তালিকায় তৃতীয় হন তিনি। ১৯৬০ সালে ঢাকা জেলার নবাবগঞ্জের ছোট রাজপাড়ায় তার জন্ম।
গত ২০ আগস্ট রাষ্ট্র মালিকানাধীন সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তিন বছরের জন্য পুনঃনিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়।