অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন
অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা।
আজ শুক্রবার (২৯ জানুয়ারি) জোটভুক্ত দেশগুলির ১৮ বছর ঊর্দ্ধ প্রাপ্তবয়স্কদের মধ্যে এটি প্রয়োগের অনুমতি দেয় ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি।
ইতোপূর্বে, ব্রিটিশ-সুইস মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকা জানায়, তারা প্রতিশ্রুতি অনুসারে ইইউ'কে ডোজ সরবরাহ করতে পারবে না। এনিয়ে দ্বিপাক্ষিক বিরোধের পরই অনুমোদনের ঘোষণা এলো।
ইউরোপিয় কমিশন টিকা ক্রয়ের চুক্তিপত্রও প্রকাশ করেছে। শর্ত অনুসারে সরবরাহ না করা হলে, চুক্তিভঙ্গ হবে এমন ইঙ্গিতই দিতে চায় ইইউ কমিশন।
গত সপ্তাহে ইইউ অঞ্চলে অবস্থিত একটি কারখানায় সমস্যার কথা উল্লেখ করে ভ্যাকসিন ডোজ কম সরবরাহের কথা জানায় অ্যাস্ট্রাজেনেকা।
তবে ইইউ কমিশন প্রধান উরসুলা ভন ডার লিন গত শুক্রবার একটি জার্মান রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, গত আগস্টে স্বাক্ষরিত চুক্তিতে বাধ্যতামূলক টিকা সরবরাহের প্রতিশ্রুতি স্পষ্টভাবে ছিল। এনিয়ে তিনি কোম্পানিটির কাছে যথাযথ ব্যাখ্যাও দাবি করেন।
- সূত্র: বিবিসি