এবার বারবি ডলের মাধ্যমে সম্মানিত করা হল অক্সফোর্ডের টিকা আবিষ্কারককে
পুতুল ও খেলনা নির্মাণকারী প্রতিষ্ঠান ম্যাটেল সম্প্রতি অক্সফোর্ড করোনা ভ্যাক্সিনের পরিকল্পনাকারী অধ্যাপক ডেইম সারাহ গিলবার্টের আদলে তাদের একটি বারবি ডলের মডেল তৈরি করেছে। এ খবর জানতে পেরে ব্রিটিশ ভ্যাক্সিনোলোজিস্ট গিলবার্ট প্রথমে বেশ অবাক হলেও, ম্যাটেলের এই সৃষ্টি আজকের শিশুদের অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন তিনি।
পরবর্তী প্রজন্মের উপর কেমন প্রভাব ফেলতে পারে এই বারবি, এ প্রসঙ্গে গিলবার্ট বলেন, 'আশা করি আমার এই পুতুল দেখে বাচ্চারা ভ্যাক্সিনোলোজিস্টের মতো নতুন কিছু পেশার কথা জানতে পারবে; যেগুলো সম্বন্ধে সাধারণত তাদেরকে কোন ধারণাই দেওয়া হয় না।'
সম্প্রতি ব্রিটেনের রাণীর কাছ থেকে রাজকীয় সম্মান পাওয়া এই বিজ্ঞানী ২০২০ সালে কোভিডের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর পরই টিকা তৈরির পরিকল্পনা শুরু করেন। তাঁর নেতৃত্বে আবিষ্কৃত অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা টিকা এখন বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত কোভিড প্রতিষেধক। ১৭০টিরও বেশি দেশে পৌঁছে গিয়েছে এই ভ্যাকসিন।
'বিজ্ঞান-কেন্দ্রিক ক্যারিয়ার নির্বাচনের জন্য পরবর্তী প্রজন্মকে উদ্দীপিত করতে আমি বদ্ধপরিকর। আমি আশা করছি, এই বারবি ডল দেখে আজকের বাচ্চারা বুঝতে পারবে; আমাদের চারপাশের জগতকে রক্ষা করতে বিজ্ঞান-কেন্দ্রিক পেশাগুলো কতটা গুরুত্বপূর্ণ,' সারাহ গিলবার্ট বলেন।
সাম্প্রতিক বছরগুলোতে পুতুল নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেলকে অনেক সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে। সিংহভাগ সমালোচনাই ছিল তাদের পুতুল নারীদের অবাস্তব প্রতিচ্ছবি তৈরি করে, এই প্রসঙ্গে।
তাই প্রথাগত পুতুল বানানো থেকে কিছুটা সরে এসে তারা ডাক্তার, নভোচারী ও অগ্নিনির্বাপনকারীর মতো বিভিন্ন পেশাকে কেন্দ্র করে পুতুল বানাচ্ছে। আর প্রথাগত শ্বেতাঙ্গ পুতুল বানানো থেকে সরে এসে সব রকম গাত্রবর্ণের পুতুলও বানাচ্ছে তারা।
- সূত্র: বিবিসি