ক্ষুদ্র ব্যবসা ও চিকিৎসাখাতে আরও ৫০ হাজার কোটি ডলার দিল যুক্তরাষ্ট্র
মার্কিন প্রতিনিধি পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বরাদ্দ সংক্রান্ত বিলটি পাস হয় গতকাল বৃহস্পতিবার। এর আওতায় করোনাভাইরাস মহামারির কবলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোগ এবং মহামারি নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাওয়া হাসপাতালগুলোয় ৪৮ হাজার ৪০০ কোটি ডলারের অর্থ সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার।
নতুন অনুমোদনটি মিলিয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার সকলখাতে ৩ লাখ কোটি ডলারের সহায়তা ঘোষণা করলো।
গতকাল বৃহস্পতিবার ডেমোক্র্যাট দল নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ তথা মার্কিন কংগ্রেসে ৩৮৮-৫ ভোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সহায়তা প্যাকেজটি পাস হয়। করোনাভারাস পরিস্থিতির কারণে নিয়মিত অধিবেশন স্থগিত থাকায়- গত কয়েক সপ্তাহের ভেতর এই প্রথম বিলটির ভোটাভুটি উপলক্ষে কংগ্রেস প্রতিনিধিরা সমবেত হন। খবর রয়টার্স ও এনবিসির
এসময় প্রতিনিধি পর্ষদ আইনপ্রণেতারা মাস্ক এবং গ্লভসের মতো সুরক্ষা পোশাক পড়েছেন। জনস্বাস্থ্য বিধি মেনে চলেই তারা একটু বেশি সময় লাগলেও একে-অপরের পেছনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা বিলটির পক্ষে-বিপক্ষে ভোট দেন।
সংখ্যাগরিষ্ঠের অনুমোদনের পর বিলটিতে স্বাক্ষর করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকায় ন্যান্সি পেলোসি। এরপর পাস হওয়া বিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে।
এর আগে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট এক কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস করে, এরপর তা কংগ্রেসের অনুমোদনের জন্য পাঠানো হয়।
বিলটির আওতায় থাকছে ৩২ হাজার কোটি ডলারের 'পে চেক প্রোটেকশন পোগ্রাম' বা নাগরিকদের বেতন নিশ্চিতের উদ্যোগ, যা গতমাসে কেয়ারস অ্যাক্টের অধীনে পাস করা হয়েছিল। তবে ওই বিলের অনুমোদিত তহবিল খুব শীঘ্রই বিপুল পরিমাণ চাহিদার প্রেক্ষিতে প্রায় শেষ হয়ে এলে- নতুন করে এই অর্থ বরাদ্দ দেওয়া হলো। এখান থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের মওকুফযোগ্য ঋণ দেওয়া হবে, এতে করে তারা নিজেদের কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া অব্যাহত রাখতে পারবেন।
এছাড়াও, গতকাল কংগ্রেস জরুরি তথ্য তলবের ক্ষমতা সম্পন্ন একটি বিশেষ কমিটি গঠনের অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার করোনাভাইরাস সংকট মোকাবিলায় কতটুকু যথাযথ পদক্ষেপ নিয়েছে তা তদন্ত করবে এই কমিটি। এমনকি এই কমিটি কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অর্থ কিভাবে খরচ করা হচ্ছে তা তদন্তের ক্ষমতা রাখে।