প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারিতে ইমরান খানের ঘনিষ্ঠরা
আলোচিত প্যান্ডোরা পেপারসে নাম এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্যসহ তার ঘনিষ্ঠ লোকজনের। ইমরানের ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে পাকিস্তানের অর্থমন্ত্রী ও একজন শীর্ষস্থানীয় আর্থিক সহায়কের নাম রয়েছে।
আজ সোমবার পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, সদ্য ফাঁস হওয়া প্যান্ডোরা পেপারসে ৭০০ জনের বেশি পাকিস্তানির নাম এসেছে।
বিশ্বজুড়ে প্রভাবশালী সব নেতা, ধনকুবের, বিনোদন জগতের তারকা, ক্রীড়াবিদদের গোপন আর্থিক লেনদেন ও সম্পদের বিপুল পরিমাণ নথি ফাঁস করেছে অনুসন্ধানী সাংবাদিকতার আন্তর্জাতিক সংগঠন আইসিআইজে। এসব নথির নাম দেওয়া হয়েছে প্যানডোরা পেপারস। গার্ডিয়ান, বিবিসিসহ কয়েকটি সংবাদমাধ্যম প্রায় ১ কোটি ১৯ লাখ নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করেছে।
প্যান্ডোরা পেপারস থেকে জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠদের অনেকে গোপনে অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন। সেই তালিকায় আছেন মন্ত্রিসভার সদস্য, তাদের পরিবারের সদস্য এবং প্রধান আর্থিক পৃষ্ঠপোষকেরা।
ডনের প্রতিবেদনে বলা হয়, প্যান্ডোরা পেপারসে পাকিস্তানের যেসব ব্যক্তির নাম এসেছে, তাদের মধ্যে রয়েছেন দেশটির অর্থমন্ত্রী শওকত তারিন ও তার পরিবারের সদস্যা। এছাড়াও আছেন সিনেটর ফয়সাল ওয়াদা, পিএমএল-কিউ নেতা চৌধুরী মনিস এলাহী, পিপিপির শারজিল মেমন, শিল্প ও উৎপাদন মন্ত্রী খোশরো বখতিয়ারের পরিবার, পিটিআই নেতা আব্দুল আলীম খান প্রমুখ।
পাকিস্তানের ক্ষমতাসীন দল পিটিআই-এর শীর্ষস্থানীয় দাতা আরিফ নকভির নামও এসেছে প্যান্ডোরা পেপারসে। নকভির বিরুদ্ধে আমেরিকায়ও প্রতারণার অভিযোগ আছে।
পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন ও তাঁর পরিবারের সদস্যরা চারটি অফশোর কোম্পানির মালিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইমরানের সাবেক অর্থ ও রাজস্ববিষয়ক উপদেষ্টা ওয়াকার মাসুদ খানের ছেলের নামও নথিতে আছে।
এছাড়া পাকিস্তানের সামরিক নেতাদের নামও প্যান্ডোরা পেপারসে এসেছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খান নিজে কোনো অফশোর কোম্পানির মালিক—এমন কোনো ইঙ্গিত প্যান্ডোরা পেপারসের নথিতে নেই।
We welcome the Pandora Papers exposing the ill-gotten wealth of elites, accumulated through tax evasion & corruption & laundered out to financial "havens". The UN SG's Panel FACTI calculated a staggering $7 trillion in stolen assets parked in largely offshore tax havens.
— Imran Khan (@ImranKhanPTI) October 3, 2021
এছাড়া ওই প্রতিবেদনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সাবেক ও বর্তমান ব্যুরোক্রাটস, এক্সাক্ট-এর মালিক শোয়েব আহমেদ খানসহ অনেক ব্যবসায়ীর নাম রয়েছে।
প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্যান্ডোরা পেপারসের যাদের নাম এসেছে তাদের ব্যাপারে তদন্ত করা হবে।
এসব তথ্য যখন ফাঁস হয়েছে, ইমরান খান তখন এ বিষয়ে তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, প্যান্ডোরা পেপারসে যাদের নাম উঠে এসেছে, তাদের সবার বিষয়েই তদন্ত করা হবে।
ইমরান বলেন, কারো বিরুদ্ধে যদি কোনো অন্যায় আমরা খুঁজে পাই, তাহলে যথাযথ ব্যবস্থা নেব। অভিজাতদের অবৈধ উপায়ে অর্জিত সম্পদের তথ্য প্রকাশ করে দেয়ায় প্যান্ডোরা পেপারসকে আমরা স্বাগত জানাই।
তিনি তার অফিসিয়াল টুইটারে লিখেছেন: ইউএন এসজি-র প্যানেল ফ্যাক্টি হিসাব কষে দেখেছে, অফশোর খাতে যে বিনিয়োগ করা হয়েছে, তার মধ্যে ৭ ট্রিলিয়ন ডলারই চুরি করা সম্পদ। তাই আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাব জলবায়ু পরিবর্তনের সঙ্কটের মতো এই ভয়াবহ অন্যায়কেও গুরুত্ব দিয়ে দেখার জন্য।