রাশিয়ার স্কুলে বন্দুক হামলায় শিশুসহ নিহত ১১
রাশিয়ার কাজান শহরের একটি স্কুলে এক বা একাধিক বন্দুকধারীর গুলিতে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ১১ জন মারা গেছেন। মঙ্গলবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ান সংবাদ সংস্থা আরআইএ।
স্কুলের বাইরে থেকে ধারণকৃত একটি ভিডিওতে দেখা গেছে, চার তলা স্কুল ভবনে গুলিবর্ষন শুরু হওয়ার পর তিন তলায় মাথা নিচু করে বসে রয়েছে দুজন শিশু।
কিছু রাশিয়ান সংবাদমাধ্যমে বলা হচ্ছে, দু'জন কিশোর বন্দুকধারী এ ঘটনার সঙ্গে জড়িত। অনেকে বলছে, শুধু একজনই এ ঘটনায় জড়িত ছিল।
আরআইএ জানিয়েছে, এ ঘটনায় ১৯ বছর বয়সী এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। স্কুলের ভেতর বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
এখন পর্যন্ত এ হামলার কারণ কারণ নিশ্চিত হওয়া যায়নি। হামলায় জড়িত অন্য কোনো বন্দুকধারী পালিয়ে গেছে কিনা তাও সঠিক জানা যায়নি।
রাশিয়ায় স্কুলে বন্দুক হামলার ঘটনা বেশ বিরল। সবশেষ দেশটিতে এ ধরনের বড় ঘটনা ঘটে ২০১৮ সালে। সেসময় রুশ অধিকৃত ক্রিমিয়ার একটি কলেজে এক শিক্ষার্থী হামলা চালিয়ে ১৯ জনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করে।
- সূত্র: রয়টার্স