আফিমসহ সব ধরনের মাদক চাষে নিষেধাজ্ঞা তালেবানের
রোববার (৩ এপ্রিল) বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক আফগানিস্তানে মাদক চাষ নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান।
তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখন্দজাদার এক আদেশে বলা হয়, ইসলামিক এমিরেট অভ আফগানিস্তানে সব আফগানকে জানানো যাচ্ছে যে আজ থেকে সারা দেশে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হলো।
এ আদেশ কেউ অমান্য করলে ফসল তৎক্ষণাৎ নষ্ট করে ফেলা হবে এবং আদেশ লঙ্ঘনকারীকে শরিয়া আইন অনুসারে শাস্তি দেওয়া হবে বলে জানানো হয় ঘোষণায়।
আদেশে আরও বলা হয়, অন্যান্য মাদক ব্যবহার বা পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে ২০০০ সালে ক্ষমতায় থাকাকালেও পপি চাষ নিষিদ্ধ করে তালেবান সরকার।
জাতিসংঘের হিসাবে ২০১৭ সালে আফগানিস্তানে মোট ১৪০ কোটি ডলার মূল্যের পপি উৎপাদন হয়েছিল।
দেশটির অর্থনৈতিক দুর্দশার কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের বাসিন্দারা পপি চাষ শুরু করেছেন। পপি দ্রুত জন্মায়, এর চাষে লাভও অনেক বেশি।
হেলমান্দের এক কৃষক নাম প্রকাশ না করার শর্তে সম্প্রতি রয়টার্সকে জানান, তালেবান চাষ নিষিদ্ধ করতে পারে—এমন গুজবের জেরে আগেই পপির দাম দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু পরিবারের ভরণপোষণের জন্যই বাধ্য হয়ে পপি চাষ করতে হয় বলে জানান ওই কৃষক।
'অন্য ফসলে কোনো লাভ আসে না,' জানান তিনি।
- সূত্র: রয়টার্স