ট্রাম্পকে টুইটারে ফিরিয়ে আনছেন মাস্ক!
গত মঙ্গলবার ইলন মাস্ক জানান, টুইটার অধিগ্রহণের চুক্তিটি সম্পন্ন হলে তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যান হওয়া অ্যাকাউন্ট আবারও ফিরিয়ে আনবেন।
ফিন্যান্সিয়াল টাইমসের ফিউচার অফ দ্য কার কনফারেন্সে এই মন্তব্য করেন মাস্ক।
মাস্ক এর আগে বলেছিলেন যে, তার মতে টুইটারের উচিত 'স্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে আরও সচেতন হওয়া'।
তিনি আরও বলেন, ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্পকে নিষিদ্ধ করা টুইটারের 'ভুল' সিদ্ধান্ত ছিল।
"আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করা উচিত হয়নি। এটি একটি ভুল ছিল," বলেন তিনি।
"আমি স্থায়ী-নিষেধাজ্ঞা রিভার্স করবো। আমাদের স্থায়ী নিষেধাজ্ঞার নিয়ম থাকা উচিত নয়। আমি বিশ্বাস করি, জ্যাক ডরসিও (টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও) আমার সাথে একমত হবেন," যোগ করেন তিনি।
ইলন মাস্কের এই বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেনি টুইটার।
গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার পর ট্রাম্পকে টুইটার থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। সহিংসতার উস্কানি বিষয়ে টুইটারের নিয়ম ভঙ্গ করায় তার অ্যাকাউন্ট ব্যান করা হয়। এরপর অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মও তার অ্যাকাউন্ট নিষিদ্ধ বা স্থগিত করে দেয়।
তবে, ট্রাম্প জানিয়েছিলেন, তার অ্যাকাউন্ট ফিরিয়ে আনা হলেও তিনি আর টুইটারে ফিরবেন না। এর পরিবর্তে তিনি তার নিজস্ব সোশ্যাল মিডিয়া স্টার্ট আপ 'ট্রুথ সোশ্যাল' এর প্রচার চালান।
মঙ্গলবার ইভেন্টে মাস্ক বলেন, "টুইটার থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করলেই ট্রাম্প থেমে যাবেন না। এটি নৈতিকভাবে একটি ভুল এবং নির্বোধ সিদ্ধান্ত।"
তবে, টেসলা ও স্পেসএক্সের সিইও জানান, তিনি এখনও টুইটারের মালিকানা পান নি। এই চুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে আনা হবেনা বলে উল্লেখ করেন তিনি।
মাস্ক আরও জানান, তিনি মূলত 'বট, স্প্যাম ও স্ক্যাম অ্যাকাউন্টগুলোর' জন্য স্থায়ী ব্যানের নিয়ম রাখবেন।
তিনি বলেন, "কেউ যদি এমন কিছু বলে যা বেআইনি বা বিশ্বের জন্য ধ্বংসাত্মক, তাহলে সেসব অ্যাকাউন্টে একটি টাইমআউট বা অস্থায়ী স্থগিতাদেশ দেওয়া যেতে পারে। সেইসাথে ওই নির্দিষ্ট টুইটটি মুছে ফেলা যেতে পারে।"
- সূত্র- সিএনএন বিজনেস