অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শেষ বেলার এই ম্যাচে টস হেরেছেন মাশরাফি বিন মুর্তজা। ২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
অধিনায়ক হিসেবে এটাই মাশরাফি শেষ ম্যাচ। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মাশরাফির বিদায়ী এই ম্যাচে বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন এসেছে। বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তকে। এই দুজনের জায়গায় সুযোগ পেয়েছেন দুই তরুণ নাঈম শেখ ও আফিফ হোসেন।
বাংলাদেশের ১৩২ তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে আফিফের এবং ১৩৩ তম ক্রিকেটার হিসেবে নাঈমের অভিষেক হচ্ছে। একাদশে নেই শফিউল ইসলাম। বাবার অসুস্থতার কারণে বৃহস্পতিবার ঢাকায় ফিরে গেছেন ডানহাতি এই পেসার। আগের একাদশ থেকে বাদ পড়েছেন আরেক পেসার আল আমিন হোসেন।
আগের ম্যাচে বিশ্রাম থাকা মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে একাদশে ফেরানো হয়েছে। জিম্বাবুয়ের একাদশে কোনো পরিবর্তন আসেনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ১৫ ওয়ানডেতে অপরাজিত আছে বাংলাদেশ। ঘরের মাঠের রেকর্ডে আরও এগিয়ে মাশরাফিবাহিনী। ২০১০ সালের ডিসেম্বরের পর ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে কখনই ওয়ানডে হারেনি বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত/নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: তিনাশে কামুনহুকামুই, রেজিস চাকাভা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোম্বদজি, ডোনাল্ট টিরিপানো, চার্লটন টিসুমা ও কার্ল মুম্বা।