করোনায় আক্রান্ত বাংলাদেশের টেস্ট ওপেনার
দীর্ঘ বিরতির পর শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট। সোমবার থেকে মাঠে গড়িয়েছে লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। স্বভাবতই এ নিয়ে উচ্ছ্বসিত ঘরোয়া ক্রিকেটাররা। কিন্তু সাদমান ইসলাম অনিকের উচ্ছ্বাস মিলিয়ে যেতে সময় লাগেনি। শুরুর দিনে মাঠে নামা হয়নি বাংলাদেশের টেস্ট ওপেনারের, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।
গত শুক্রবার করোনা পরীক্ষা করান সাদমান। রিপোর্টে ফল পজিটিভ আসে। রোববার দ্বিতীয় দফায় পরীক্ষা করালেও ফল আসতে দেরি হচ্ছে। যে কারণে তাকে খেলিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। প্রথম রাউন্ডে তাকে ছাড়াই একাদশ গড়তে হয়েছে ঢাকা মেট্রোকে।
জাতীয় লিগ শুরুর আগে অংশগ্রহণকারী দলের অনেক ক্রিকেটারই করোনার ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু সাদমান ভ্যাকসিন নেননি। আপাতত তার অপেক্ষা দ্বিতীয় করোনা পরীক্ষার ফলের জন্য। বাঁহাতি এই ব্যাটসম্যানের বিশ্বাস পরীক্ষার ফল নেগেটিভই আসবে। তেমন হলে দ্বিতীয় রাউন্ড থেকে মাঠে নামবেন তিনি।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সাদমান বলেন, 'রিপোর্ট আসতে দেরি হচ্ছে, এসে যাবে। আশা করি দ্বিতীয় পরীক্ষাতে আমার রিপোর্ট নেগেটিভ আসবে। দ্বিতীয় রাউন্ড থেকে মাঠে নামতে পারব। শ্রীলঙ্কা সিরিজের আগে জাতীয় লিগটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এখানে খেলাটা আমার জন্য জরুরি। আশা করি, কোনও সমস্যা ছাড়াই খেলতে পারব।'
জাতীয় লিগের দুই স্তরে খেলছে সাতটি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো। প্রথম স্তরে রয়েছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরের চার দল হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ। রোববার থেকে চারটি ভেন্যুতে একযোগে শুরু হয়েছে খেলা।