টি-টোয়েন্টির ধুন্ধুমার লড়াই শুরু
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়াচ্ছে। যে দুই দলের লড়াই দিয়ে ২০১৯ আইপিএলের পর্দা নেমেছিল, সেই দুই দলের ম্যাচ দিয়ে এবারের আসর শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
ম্যাচটি আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গত আসরের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইকে হারিয়ে শিরোপা জিতেছিল রোহিত শর্মার দল মুম্বাই।
করোনাভাইরাসের প্রকোপের কারণে ভারতে আইপিএল আয়োজন সম্ভব হয়নি। এ কারণে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে আয়োজকরা। করোনার কারণে অনেক নিয়মেই পরিবর্তন এসেছে। এবারের আসরে প্রতিদিন ম্যাচ থাকবে একটি করে।
টুর্নামেন্টের সবচেয়ে সফল দুই দলের ম্যাচ দিয়ে এবারের আইপিএল মাঠে গড়াচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স রেকর্ড চারবার আইপিএলের শিরোপা জিতেছে। চেন্নাই সুপার কিংস তিনটি আসরের চ্যাম্পিয়ন। আইপিএলে সব সময়ই অপ্রতিরোধ্য চেন্নাইকে সবচেয়ে বেশিবার হারিয়েছে মুম্বাই। ২৮ বারের সাক্ষাতে মুম্বাই জিতেছে ১৭বার, চেন্নাইয়ের জয় ১১ ম্যাচে।
২০১৯ বিশ্বকাপের পর আজকের ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন ধোনি। গত ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেশটির ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।