তিন জনের শরীরে করোনা উপসর্গ, যুব দলের ক্যাম্প বন্ধ
বিরতি পড়লো অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্পে। দুজন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফের শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় বিকেএসপিতে চলমান যুব দলের ক্যাম্পে তিন দিনের বিরতি দেওয়া হয়েছে। তিনজনকে ইতোমধ্যে আইসোলেশনে নেয়া হয়েছে।
বুধবার, থেকে শুক্রবার পর্যন্ত ক্যাম্প বন্ধ থাকবে। স্থগিত হওয়া ক্যাম্প আবার কবে শুরু হবে, সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। আগামী শনি অথবা রোববার থেকে ক্যাম্প শুরু হতে পারে। এরআগে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব বিষয় জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার। তিনি বলেন, 'অনুশীলন দুদিন বন্ধ ছিল। বুধবার, বৃহস্পতিবার অনুশীলন হয়নি। শুক্রবার এমনিতেই বন্ধ। দুজন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফের শরীরে উপসর্গ থাকায় অনুশীলন বন্ধ রাখা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে বন্ধ রাখা হয়েছে। পরীক্ষা করিরে আবার শুরু করা হবে।'
পুরো প্রক্রিয়া নিয়ে মোহাম্মদ কায়সার বলেন, 'যাদের উপসর্গ দেখা দিয়েছে, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। ওদের রুমমেটদেরও আসোলেটেড করা হয়েছে। সর্তকতার অংশ হিসেবে বাকিদেরও দেখতে চাচ্ছি। শনিবার অথবা রোববার থেকে অনুশীলন শুরু করতে পারি। প্রয়োজন হলে আরও দুই-একদিন দেরি হতে পারে।'
২৮ জন ক্রিকেটারকে নিয়ে গত ১ অক্টোবর থেকে বিকেএসপিতে যুব দলের ক্যাম্প শুরু হয়। আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় যুব এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ক্যাম্পটি শুরু করা হয়েছিল। কিন্তু আসরটিই স্থগিত হয়েছে। এ কারণে চার সপ্তাহের ক্যাম্প তিন সপ্তাহে নামিয়ে আনা হবে।
এ বিষয়ে মোহাম্মদ কায়সার বলেন, 'এশিয়া কাপটা যেহেতু স্থগিত হয়ে গেছে, আমরা চিন্তা করেছি ক্যাম্পটার সময়সীমা কমিয়ে আনার। ক্যাম্প হওয়ার কথা ছিল ৪ সপ্তাহের, কিন্তু এটা কমিয়ে আনব। ক্যাম্পটি তিন সপ্তাহের করার পরিকল্পনা আমাদের।'