রোমাঞ্চকর টাইব্রেকার জিতে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল
নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে খেলা, ফল তবু সমতা। সবশেষে টাইব্রেকারে ম্যানচেস্টার-ভিয়ারিয়ালের মধ্যকার ইউরোপা লিগের ফাইনাল। এখানেও সমতার খেলা চলে অনেকক্ষণ। টাইব্রেকার রোমাঞ্চ জিতে ইউরোপা লিগের চ্যাম্পিয়নের মুকুট পরেছে ভিয়ারিয়াল। নিজেদের ৯৮ বছরের ফুটবল ইতিহাসে এবারই প্রথম ইউরোপের কোনো বড় শিরোপা জিতলো স্প্যানিশ দলটি।
এই আসরটিকে ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা মানা হয়। আসরটির ফাইনালে বুধবারে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয় ভিয়ারিয়াল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে জিতে শিরোপা উৎসবে মাতে ভিয়ারিয়াল।
সাত নম্বরে থেকে এবারের লা লিগা শেষ করেছে ভিয়ারিয়াল। কখনই লা লিগার শিরোপা জিততে পারেনি দলটি। ২০০৭-০৮ মৌসুমে দুই নম্বরে থেকে লিগ শেষ করাই তাদের সেরা সাফল্য। ইতিহাস-এতিহ্যের পাশাপাশি শক্তিতেও ম্যান ইউর চেয়ে অনেক পিছিয়ে ভিয়ারিয়াল। তারাই ইংলিশ জায়ান্টদের হতাশায় ডুবিয়ে শিরোপা উৎসবে মাতলো কাল রাতে।
ভিয়ারিয়ালের পাশাপাশি ইতিহাস গড়েছেন তাদের কোচ উনাই এমারিও। প্রথম কোচ হিসেবে চারটি ইউরোপা লিগ শিরোপা জিতলেন স্প্যানিশ এই কোচ। এর আগে সেভিয়ার কোচ হিসেবে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে এই আসরের শিরোপা জেতেন তিনি।
রোমাঞ্চকর ফাইনালে ২৯তম মিনিটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। দলটির হয়ে গোল করেন জেরার্ড মরেনো। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তারা। ৫৫তম মিনিটে এডিনসন কাভানির গোলে সমতায় ফেরে ম্যান ইউ। এরপর নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করতে পারেনি।
খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের প্রথম পাঁচ শটে গোল করে দুই দলই। সাডেন ডেথেও প্রথম পাঁচটি শটে দুই দলের সবাই গোল করেন। ১১তম শটে গোল করেন ভিয়ারিয়ালের গোলরক্ষক জেরোনিমো রুলি। কিন্তু ম্যান ইউর গোলরক্ষক দাভিদ দি হেয়া গোল করতে পারেননি। তার শট ফিরিয়ে দেন রুলি।