রোমান সানার কণ্ঠে অলিম্পিক স্বর্ণজয়ের প্রত্যয়
টোকিও অলিম্পিকে আর্চারিতে সবচেয়ে বেশি আশা ছিল বাংলাদেশের। আরও নির্দিষ্ট করে বললে রোমান সানাকে নিয়ে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু আশা জাগিয়েও পারেননি দেশসেরা এই আর্চার। মঙ্গলবার রিকার্ভ এককের দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন তিনি।
অল্পের জন্য সুযোগ হারানোয় হতাশ রোমান। তবে আশা না ছেড়ে এখান থেকেই নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিকে দেশকে স্বর্ণ জেতাতে চান তিনি।
রিকার্ভ দ্বৈতে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে হেরে গেলেও লড়াই করে আশা জাগিয়েছিলেন রোমান সানা-দিয়া সিদ্দিকী। সেই আশার ঝলকানি দেখা যায় ছেলেদের রিকার্ভ এককে। রোমান উঠেছিলেন দ্বিতীয় রাউন্ডে। কিন্তু এরপর আর এগোনো হয়নি তার। দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নেন তিনি।
মঙ্গলবার সকালে নক আউট পর্বের প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলের বিপক্ষে জয় পান রোমান। তার সঙ্গে স্বপ্ন দেখতে শুরু করে টোকিওতে যাওয়া বাংলাদেশের গোটা অলিম্পিক দল। যদিও আশার বেলুন বেশি সময় ফুলে থাকেনি। দ্বিতীয় রাউন্ডে কানাডার ক্রিসপিন ডুয়েনাসের কাছে হেরে যান রোমান। ৬-৪ সেট পয়েন্টে রোমানকে হারিয়ে পরের রাউন্ডে ওঠেন ডুয়েনাস।
২-২ সমতার পর শেষ সেটের প্রথম শটে এগিয়ে ছিলেন রোমান, ৯ স্কোর তোলেন তিনি। প্রথম শটে ডুয়েনাস তোলেন ৭। পরের শটে রোমান ৮ তোলেন, ডুয়েনাস তোলেন ১০। দুজনের পয়েন্ট সমান ১৭ হয়ে যায়। শেষ শটে ডুয়েনাস ৯ তোলেন। জিততে হলে রোমানকে তুলতে হতো ১০। কিন্তু রোমান তা পারেননি, শেষ শটে তিনি তোলেন ৮। ৯ স্কোর তুললেও টাইব্রেকারে গড়াতো খেলা।
জয়ের খুব কাছে গিয়েও হেরে যাওয়ায় স্বভাবতই হতাশ রোমান। ওয়ার্ল্ড আর্চারির অফিসিয়াল টুইটার পেজে রোমানের মন্তব্য প্রকাশ করা হয়েছে। যেখানে দেশসেরা এই আর্চার বলেছেন, 'আমি আসলেই একটু হতাশ।.জয়ের জন্য দরকার ছিল ১০। ম্যাচটা জেতার জন্য খুবই ভালো সুযোগ ছিল আমার।'
হতাশ হলেও নুইয়ে যাচ্ছেন না রোমান। এখনই লক্ষ্য স্থির করে ফেলছেন তিনি। ২০২৪ অলিম্পিকে অংশ নিতে চান তিনি, তবে দেশকে স্বর্ণ এনে দিতে চান ২০২৮ অলিম্পিকে। রোমান বলেন, 'আমার লক্ষ্য ২০২৮ অলিম্পিকে স্বর্ণজয়। তাই আমি ২০২৪ অলিম্পিকেও খেলব। সর্বোচ্চটাই দিব আমি।'
মঙ্গলবার রোমানের স্বপ্নযাত্রা থেমে গেলেও দাপুটে শুরু করেছিলেন তিনি। প্রথম সেটের ৩ শটে যথাক্রমে ৯, ৯, ৮ (২৬ পয়েন্ট) তোলেন রোমান। ডুয়েনাসের তিনটি শট ছিল যথাক্রমে ৭, ৯, ৯ (২৫)। এক পয়েন্টর ব্যবধানে এই সেট জিতে যান রোমান।
যদিও পরের দুই সেট হেরে পিছিয়ে পড়েন তিনি। কিন্তু চতুর্থ সেট জিতে খেলায় ফেরেন রোমান। শেষ সেটে দারুণ লড়েও হার মানতে হয় তাকে। আগামী ২৯ জুলাই নক আউট পর্বের প্রথম রাউন্ডে মেয়েদের এককে বেলারুশের কারিনা দিওমিনসকায়ার বিপক্ষে লড়বেন দিয়া সিদ্দিকী।