রোমান সানা-দিয়া সিদ্দিকীর বিদায়
সবাইকে হতাশ করে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন দেশসেরা আরচার রোমান সানা ও দিয়া সিদ্দিকী। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় চলতি ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০২১ রিকার্ভ পুরুষ একক ও মহিলা ইভেন্টের এলিমিনেশন রাউন্ড থেকে বিদায় নেন রোমান ও দিয়া।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তৃতীয় দিনে আজ সোমবার সকালে ১/২৪ খেলায় বাংলাদেশের রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রাম কৃষ্ণ সাহা ও আব্দুর রহমান আলিফ বাই পেয়ে ১/১৬ খেলায় উন্নীত হন। আজও কোরিয়ার আর্চারদের দাপট দেখা গেছে।
১/১৬ খেলায় রোমান সানা ৬-০ সেটে ভিয়েতনামের এনগুয়েন হোয়াং ফি ভুকে হারিয়ে ১/৮ খেলায় উন্নীত হন। হাকিম আহমেদ রুবেল ৬-০ সেটে উজবেকিস্তানের করোভ মিরজালোলকে হারিয়ে ১/৮ খেলায় উন্নীত হন।
এই রাউন্ডে রুবেল ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে রোমান সানাকে হারিয়েকোয়ার্টার ফাইনালে ওঠেন। কোয়ার্টার ফাইনালে ২-৬ সেটে কোরিয়ার লি সেউঙ্গিউনর কাছে হের বিদায় নেন তিনি।
রিকার্ভ মহিলা একক ইভেন্টে এলিমিনেশন রাউন্ডের ১/১৬ খেলায় বাংলাদেশের বিউটি রায় ২-৬ সেটে কাজাখস্তানের টুকেবায়েভা ফারিদার কাছে হারেন। দিয়া সিদ্দিকী ৬-৪ সেটে কাজাখস্তানের আব্দরাজাক আরুজানকে হারিয়ে ১/৮ খেলায় উন্নীত হন।
১/৮ খেলায় দিয়া সিদ্দিকী ৬-৪ সেটে ভারতের ভক্ত অঙ্কিতাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ আটে দিয়া সিদ্দিকী ১-৭ সেটে কোরিয়ার জাং দাসোমির কাছে হেরে যান।