স্বর্ণ জেতা হলো না বাংলাদেশের
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারি স্টেজ-২ এর রিকার্ভের মিশ্র ইভেন্টের ফাইনালে হেরে গেছে বাংলাদেশের রোমান সানা-দিয়া সিদ্দিকীর জুটি। ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫-১ সেট ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এ যাত্রায় রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সানা-দিয়া জুটিকে।
রোববার সুইজারল্যান্ডের লুসানে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডেসের সেফ ফন ডেন বার্গ-গ্যাব্রিয়েলা সুলশার জুটির কাছে হেরে যায় বাংলাদেশের রোমান সানা-দিয়া সিদ্দিকী জুটি।
পাঁচ সেটের খেলা তিন সেটেই নিষ্পত্তি হয়ে যায়। প্রথম সেটে ৩৬-৩০ ব্যবধানে হারে মানে রোমান-দিয়া জুটি। দ্বিতীয় সেট টাই হয় ৩৫-৩৫ ব্যবধানে। তৃতীয় সেটে ৩৭-৩৪ ব্যবধানে জিতে নেয় ডাচরা।
দেশের ৫০ বছরের ক্রীড়া ইতিহাসে এই প্রথম বৈশ্বিক কোনো প্রতিযোগিতার ফাইনাল খেললো বাংলাদেশ। সেদিক থেকে এটাই সেরা অর্জন র্যাঙ্কিংয়ের ১৭তম অবস্থানে থাকা বাংলাদেশের।
রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে উঠতে বাংলাদেশকে কঠিন পথ পেরোতে হয়। মিফাইনালে কানাডাকে ৫-৩ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথম দুই সেটে তারা জেতে যথাক্রমে ৩৭-৩২ ও ৪০-৩৭ ব্যবধানে। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৭-৩৬ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। চতুর্থ সেট ৩৫-৩৫ ব্যবধানে টাই হওয়ায় বাংলাদেশ উঠে যায় ফাইনালে।
এর আগে কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ৫-৪ সেট পয়েন্টে জেতে রোমানা-দিয়া জুটি। প্রথম রাউন্ডে তারা ইরানকে ৫-৩ সেট পয়েন্টে এবং দ্বিতীয় রাউন্ডে জার্মানিকে ৫-১ সেট পয়েন্টে হারান।
২০১৯ সালে আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন রোমান। সেবার রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের এই আর্চার। এবার সুইজারল্যান্ডে রিকার্ভ এককে ভালো করতে পারেননি তিনি। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাকে। দিয়া সিদ্দিকীও প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান।