ভারতকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয়
রিকার্ভ এককে ভালো করার আশায় থাকলেও সেটা করতে পারেননি রোমান সানা। হতাশায় এশিয়া কাপ আর্চারি শুরু হয় দেশসেরা এই আর্চারের। তবে বেশি সময় হতাশায় থাকতে হয়নি তাকে। সোনা জয়ের হাসি ফুটেছে তার মুখে। এ পথে তিনি একাই নন, নাসরিন আক্তারও এর অংশ।
রিকার্ভ মিক্সড ইভেন্টে দেশকে স্বর্ণ এনে দিয়েছে রোমান-নাসরিন জুটি। পিছিয়ে থেকেও ফাইনালে তারা ভারতকে হারিয়েছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে মালয়েশিয়া।
মেয়েদের দলগত ইভেন্টেও স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এই ইভেন্টের ফাইনালেও ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ভারতকে ৫-৪ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন নাসরিন-দিয়া-নিশা।
শনিবার থাইল্যান্ডের ফুকেটে ৫-৩ সেট পয়েন্টে ভারতের রিধি ও সালেুঙ্কে জুটিকে হারান রোমান-নাসরিন। শুরুতে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত রোমান-নাসরিনের মুখেই শেষ হাসি ওঠে। দেশের হয়ে জিতে নেন প্রথম স্বর্ণ।
এরআগে শুক্রবার কোয়ার্টার-ফাইনালে রোমান-নাসরিন জুটি ৬-০ সেট পয়েন্টে হারায় স্বাগতিক থাইল্যান্ডের জুটিকে। সেমি-ফাইনালেও আধিপত্য ধরে রাখেন তারা; ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেন কাজাখস্তানকে।
নাসরিনের সামনে আরও স্বর্ণ জয়ের সুযোগ আছে। রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন এই আর্চার। আজই তার ইভেন্ট রয়েছে। ফাইনাল নাসরিনের প্রতিপক্ষ বাংলাদেশেরই দিয়া সিদ্দিকী। ফলে এই ইভেন্টের প্রথম দুটি পদকই বাংলাদেশের ঝুলিতেই আসছে।