১৫টি প্লাস্টিকের বোতলে ধোনিদের একটি জার্সি
প্লাস্টিকের বোতল কাজে লাগিয়ে জার্সি তৈরির ঘটনা নতুন কিছু নয়। ২০১৭ সালে ভারত দলের জার্সি তৈরি করা হয়েছিল প্লাস্টিকের বোতল পুনরায় প্রক্রিয়াজাত করে। একটি জার্সি তৈরিতে ব্যবহৃত হয়েছিল ১১টি করে প্লাস্টিকের বোতল। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসও প্লাস্টিকের বোতল দিয়ে ক্রিকেটারদের জার্সি তৈরি করেছে। প্রতিটি জার্সি তৈরিতে লেগেছে ১৫টি করে প্লাস্টিকের বোতল।
আইপিএলের পরবর্তী আসর শুরু হতে আর দুই সপ্তাহ বাকি। আসরকে সামনে রেখে নতুন জার্সি উন্মোচন করেছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের নতুন এই জার্সি পরিবেশবান্ধব। পরিবেশের ভারসাম্য রক্ষার কথা চিন্তা করে তৈরি করা হয়েছে জার্সি।
ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদে আছেন ধোনি। ভারতের সেনাবাহিনীর প্রতি সাম্মান জানিয়ে চেন্নাইয়ের জার্সির কাঁধের ওপর একটি ছাপ রাখা হয়েছে। ভারতের ই-কমার্স ফ্যাশন প্রতিষ্ঠান 'মন্ত্র' চেন্নাইয়ের নতুন জার্সির স্পন্সর। বরাবরের মতো এবারও জার্সিতে হলুদ রঙের আধিক্য আছে। তবে ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
নতুন জার্সির বিষয়ে চেন্নাই এক বিবৃতিতে জানিয়েছে, 'ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে জার্সিতে ক্যামোফ্লেজ ব্যবহার করা হয়েছে এবং তিনটি তারকাও রয়েছে।' আইপিএলে তিনটি শিরোপা জেতায় তিনটি তারকা রাখা হয়েছে। সাধারণত ফুটবলের জার্সিতে শিরোপা অনুযায়ী তারকা রাখা হয়।
চেন্নাই তাদের ওয়েবসাইটে জানিয়েছে, জার্সিতে পলিয়েস্টার সুতা ব্যবহার করায় তা ৯০ শতাংশ কম পানি শোষন করবে। প্রতিটি জার্সি উৎপাদনে ২৭০ গ্রাম করে কার্বন নির্গমন কমেছে।