২০ দিনের সফরে শ্রীলঙ্কা যাচ্ছে যুব দল
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে বাংলাদেশ যুব দল। এই সফরে লঙ্কানদের বিপক্ষে পাঁচটি যুব ওয়ানডে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ২০ দিনের এই সফরের জন্য বুধবার ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন বাঁহাতি পেসার আহসান হাবিব লিওন। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলা খালিদ হাসান, আশরাফুল ইসলাম সিয়াম ও শামসুল ইসলাম ইপন মূল স্কোয়াডে জায়গা পাননি। খালিদ হাসান ও আশরাফুল ইসলামকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। কলম্বো পৌঁছে দল সরাসরি চলে যাবে ডাম্বুলাতে। তিন দিনের রুম কোয়ারেন্টিনের পর ১১ অক্টোবর থেকে অনুশীলনে নামবে সফরকারীরা। চারদিনের অনুশীলনের পর মাঠের লড়াই শুরু করবে বাংলাদেশ।
ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। ২০ দিনের সফর শেষ করে ২৬ অক্টোবর দেশে ফিরে আসবে বাংলাদেশ যুব দল।
বর্তমান বাংলাদেশ যুব দলের এটিই প্রথম বিদেশ সফর। করোনার প্রার্দুভাবে যুব দল ঘরের মাঠ ও বাইরে কোথাও সিরিজ খেলতে পারেনি। প্রায় দেড় বছর অনুশীলনেই সীমাবদ্ধ ছিল তাদের কার্যক্রম। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও চারদিনের একটি যুব টেস্ট খেলে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতলেও একমাত্র যুব টেস্টে হেরে যায় বাংলাদেশ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, এসএম মেহরব হোসেন (অধিনায়ক), আইচ মোল্লা (সহ অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আহসান হাবিব লিওন ও মোহাম্মদ গোলাম কিবরিয়া।
স্ট্যান্ডবাই: মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সাকিব শাহরিয়ার ও মাহফুজুর রহমান রাব্বি।