‘শিল্পী’ লিটনের ব্যাটে সব রেকর্ড চুরমার
একেকটি শট যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো চিত্র। তাতে আবার গতিময় স্ফুলিঙ্গও স্পষ্ট। লিটন দাসের একেকটি শট গিয়ে যেন জিম্বাবুয়ের বোলারদের বুকে বিঁধেছে। ডানহাতি এই ব্যাটসম্যানের চার-ছক্কার ফুলঝুরিতে ক্রমেই বড় হয়েছে বাংলাদেশের ইনিংস, লিটন এগিয়ে গেছেন মহাকাব্য লেখার পথে। মাঝে বাধা-বিপত্তি এলেও ভাগ্যকে সঙ্গে পাওয়া লিটন ঠিক গন্তব্যে পৌঁছে গেছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে যে লিটনের দেখা মিলেছে, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এমন ব্যাটসম্যানের দেখা মেলেনি কখনো। যেন সব রেকর্ড গুঁড়িয়ে দিতেই শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে তুলে নিয়েছিলেন বাংলাদেশ ওপেনার। ব্যাট হাতে নিরূদ্যম লিটন ১৭৬ রানের মহাকাব্যিক এক ইনিংস খেললেন, তাতে তার নাম উঠে গেল রেকর্ড বইয়ের কয়েকটি পাতাতে।
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং শোয়ের এই ম্যাচে বৃষ্টির হানা ছিল। তবে এর আগেই ক্ল্যাসিক্যাল লিটন তুলে নেন সেঞ্চুরি। ১১৪ বলে ১৩টি চারে পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। বৃষ্টি হানার আগে ১১৬ বল খেলা লিটন করেন ১০২ রান। বৃষ্টির পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২২ গজে শুরু হয় ঝড়, লিটনের ব্যাটের ঝড়।
বিনা ছক্কায় সেঞ্চুরি করা লিটনই এই অংশে হাঁকান ৮টি ছক্কা। শেষ ২৭ বলে তোলেন ৭৪ রান। শেষ পর্যন্ত ১৪৩ বলে ১৬টি চার ও ৮টি ছক্কায় ১৭৬ রানে থামেন জিম্বাবুয়ে বোলারদের কাছে যমদূত হয়ে ওঠা লিটন। সেঞ্চুরি করেই বাংলাদেশের ২২তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। আর পুরো ইনিংস দিয়ে ছাড়িয়ে যান তামিম ইকবালের কয়েকটি রেকর্ড।
তামিম ইকবালের করা সর্বোচ্চ রানের ইনিংস ১৫৮ ছাড়িয়ে লিটন এখন বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক তিনি। ছক্কার রেকর্ডটিও এখন তার দখলে। এক ইনিংসে তামিমের সর্বোচ্চ ৭টি ছক্কা মারার রেকর্ডটিও ছাড়িয়ে সেটাকে ৮টি নিয়ে গেছেন লিটন।
লিটনের ব্যাটিং শোয়ের দিনে তামিম ইকবালও ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া তামিম খেলেছেন ১২৮ রানের হার না মানা ইনিংস। তামিমকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের ২১ বছরের রেকর্ড ভেঙেছেন লিটন।
২৯২ রানের জুটি গড়েছেন লিটন-তামিম। এটা যেকোনো উইকেটে বাংলাদেশের সেরা জুটি। জুটিটি কেবল বাংলাদেশের ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেনি। উদ্বোধনী জুটির রেকর্ডে অনেক কিংবদন্তি জুটিকে ছাড়িয়ে গেছেন লিটন-তামিম। তাদের জুটিটি ওয়ানডে ক্রিকেট ইতিহাসের তৃতীয় সেরা।
যেকোনো উইকেট জুটির হিসেবেও লিটন-তামিমের করা ২৯২ রান জায়গা করে নিয়েছে সেরা দশের তালিকায়। ওয়ানডে ইতিহাসে যেকোনো উইকেট জুটির তালিকায় লিটন-তামিমের জুটিটি জায়গা করে নিয়েছে ছয় নম্বরে।
যে রাস্তায় হাঁটার কথা ছিল, সেই রাস্তাটাই যেন পেয়ে গেছেন লিটন দাস। ব্যাট হাতে রানের ফুলঝুরি সাজিয়ে হুঙ্কার দিয়ে এবার কেবল সামনেই এগিয়ে চলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।