আল-নাসেরে ঘন্টায় ২৭ লাখ টাকা আয় করবেন রোনালদো!
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর ক্লাব বিহীন ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশেষে তিনি নিজের নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন। সৌদি আরবের ক্লাব, আল-নাসেরে যোগ দিয়েছেন তিনি। দুই বছরের চুক্তিতে ২০২৫ পর্যন্ত দলটির হয়ে খেলবেন রোনালদো।
সৌদি আরবের ক্লাবটির সঙ্গে বিরাট অংকের চুক্তি করেছেন রোনালদো। প্রতি বছর সব মিলিয়ে ১৭৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড কামাবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা ঘন্টাপ্রতি ২৭ লাখ টাকা প্রায়!
তবে এই ১৭৩ মিলিয়ন পাউন্ড (২১৫৯ কোটি বাংলাদেশি টাকা) শুধুমাত্র খেলার জন্য পাবেন না রোনালদো, আল-নাসের তাকে বছরে বেতন দিবে ৬২ মিলিয়ন পাউন্ড, বাকি টাকা রোনালদো পাবেন তার ইমেজ সত্ব, বিজ্ঞাপনে অংশগ্রহণ সহ আরো আনুষাঙ্গিক কাজকর্ম থেকে।
এক নজরে আল-নাসের থেকে রোনালদোর আয় দেখে নেওয়া যাক:
প্রতি বছরে- ২১৫৯ কোটি টাকা
প্রতি মাসে- ১৭৯ কোটি টাকা
প্রতি সপ্তাহে- ৪৫ কোটি টাকা
প্রতি দিনে- ৬ কোটি ৪২ লাখ টাকা
প্রতি ঘন্টায়- ২৬ লাখ ৭০ হাজার টাকা
প্রতি মিনিটে- ৪৫ হাজার টাকা
প্রতি সেকেন্ডে- ৭৪৯ টাকা
এই আয়ের মধ্যে দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোই এখন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার, তিনি পেছনে ফেলেছেন পিএসজির কিলিয়ান এমবাপ্পেকে।