৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিশ্বের শীর্ষ ধনী ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনালদো তার নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করেছেন। গালফস্ট্রিম জি৬৫০ মডেলের এই জেটটির মূল্য ৭৩ মিলিয়ন ডলার। উন্নত প্রযুক্তি, চমৎকার গতি এবং ৭ হাজার ৫০০ নটিক্যাল মাইল পাল্লার জেটটি বিশ্বের দ্রুততম ব্যক্তিগত বিমানের একটি।
এই বিলাসবহুল বিমানে তিনটি আলাদা বসার জায়গাসহ একটি উন্নত কেবিন রয়েছে, যেখানে সর্বোচ্চ ১৯ জন যাত্রী উঠতে পারেন। জেটের বাইরের ধাতব শরীরে রোনালদোর পরিচিত চিহ্ন 'সিআর৭' এবং তার বিখ্যাত উদযাপনের ভঙ্গি যুক্ত করে এটিকে ব্যক্তিগত রূপ দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, রোনালদো এর আগে গালফস্ট্রিম জি২০০ মডেলের একটি জেট ব্যবহার করতেন। সেটি বিক্রি করেই তিনি নতুন এই উন্নত মডেলটি কিনেছেন।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদো ফোর্বস-এর তালিকায় ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ হিসেবে স্থান পেয়েছেন। তার বার্ষিক আয় ২৬০ মিলিয়ন ডলার, যার মধ্যে ২০০ মিলিয়ন আসে আল নাসর থেকে বেতন হিসেবে এবং বাকি ৬০ মিলিয়ন আসে ব্র্যান্ড 'সিআর৭' ও বিজ্ঞাপন থেকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো সবচেয়ে বেশি অনুসারী থাকা ব্যক্তি। বর্তমানে তার ফলোয়ারের সংখ্যা ৬৪৫ মিলিয়ন। প্রতিটি স্পন্সর পোস্টের জন্য তিনি কয়েক মিলিয়ন ডলার পারিশ্রমিক নেন।